SD Card থেকে ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন ২ মিনিটে তাও Android ফোন দিয়ে!!
কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহতা*লার রহমতে সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাম
প্রিয় বন্ধুরা টাইটেলই দেখেই হয়তো বুঝে গেছেন কি নিয়ে এসেছি আপনাদের জন্য ..
আমাদের ফোন বা ট্যাবে ব্যবহার হওয়া মেমোরি কার্ড যদি নষ্ট হয়ে যায় কিংবা এতে থাকা ছবি যদি মুছে যায় তবে আমরা তা কিভাবে ফিরে পাবো? এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদের অনুরধ করেছেন সমাধান দিতে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কিভাবে মেমোরি কার্ডে মুছে যাওয়া ছবি ডাটা ফিরিয়ে আনবেন।
অনেকেই এই বিষয় নিয়ে অনেক টিউটোরিয়াল দিয়েছেন কিন্তুু তাতে ফোন Rooted থাকতে হয়… সবাই তো আর ফোন Root করে না তাই সেই টিউটোরিয়াল দেখে কাজ করে সবাই সফল হতে পারে না….
তো আমি এমনই একটি Apps সেয়ার করব Root অথবা Unroot ফোনে দুটোতেই ব্যাবহার করতে পারবেন…
Apps টি খুবই জনপ্রিয় একটি apps Already 50 million User এ ব্যাবহার করেছে …
তো বন্ধুরা আমরা এখন কাজে চলে যাবো…
আপনার শখের মেমোরি কার্ড থেকে ছবি কিংবা ডাটা মুছে গেলে আপনাকে শুরুতে তা ফিরিয়ে আনতে যা করতে হবে তা হচ্ছে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন। এবার নিচের ধাপ সমূহ একে একে অনুসরণ করুন এবং সারিয়ে তুলুন আপনার মুছে যাওয়া সব প্রয়োজনীয় ডাটা/ ছবি।
বিদ্র: প্রথমেই আপনাকে আপনার যে মেমরি কার্ড রিকভার করতে চান ওই মেমরি কার্ড আপনার ফোন থেকে খুলবেন না এবং অন্য কোন কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না এই বিষয়টি নিশ্চিত করতে হবে। মেমোরি কার্ডে আগের মুছে যাওয়া স্থানে নতুন কিছু না রাখলে তা সেভাবেই থাকে সাধারণত কারন একবার নতুন করে কিছু অ্যাড করলেই কার্ডে খালি স্মৃতিতে আগের ডাটা গুলো আর থাকবেনা।
Apps টি ওপেন করার পরে Allow Permission চাইবে ok করে দিন..
এরপর নিচের মত interface আসবে এবার স্ক্রিনশট ফলো করে কাজ করুন..
এবার দেখুন আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো এবং মেমোরিতে থাকা ফটো সব স্কান হয়ে একের পর এক চলে আসবে ..
এখন আপনাকে এই ফটো গুলো থেকে আপনার ডিলিট হওয়া ফটো গুলো খুজে বের করতে হবে…
খুজে বের করার পর আপনাকে রিকোভারি করতে এর জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন…..
ব্যাস এবার আপনার কাঙ্খিত ফটোটি সেইভ হয়ে যাবে…
আরেকটি কথা ফটো গুলো Scan হওয়ার জন্য আপনাকে অবস্যই সময় দিতে হবে…এবং ধৈয্যের সাথে কাজ করতে হবে…তাহলে অবস্যই সফল হবেন…
আসাকরি সবার টিউটোরিয়ালটি ভাল লেগেছে….
No comments