Header Ads

জাভাস্ক্রিপ্ট কোড বসিয়ে ওয়াপকাতে তৈরী করে ফেলুন এক পেজের অটো আপডেট সাইট। আর তাতে আপনার পপ-আপ এড বসিয়ে বিনাশ্রমে করুন সল্প কিছু ইনকাম!!!

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদে
র জন্য নিয়ে হাজির হলাম
তিনটি কোড বসিয়ে ওয়াপকাতে তৈরী করে ফেলুন এক পেজের অটো আপডেট সাইট। আর তাতে আপনার পপ-আপ এড বসিয়ে বিনাশ্রমে করুন সল্প কিছু ইনকাম

আমরা সাধারণত চেষ্টা করি নিজের সাইট থেকে ইনকাম করতে তবে এতে সময় এবং দক্ষতা দুটোর প্রয়োজন।
কিন্তু কিছু শর্টকার্ট ট্রিক ব্যবহার করে কোন কাজ না করেই সেটা করা সম্ভব। যেমন ছোট একটা উদাহরন দেই
কেউ আছে ক্যাপচা এন্ট্রি অথবা শর্ট লিংক থেকে বিটকয়েন আয় করছে এটা হলো নিজে পরিশ্রম করে আর অন্য দিকে দেখুন কেউ বিটকয়েন মাইনিং করছে যা উনি অনেকটা বসে বসেই উপভোগ করছে। এখন মূল কথা হলো আমরা একটি ওয়েবসাইট বানাবো যা এক পেজের হবে এবং এতে পপ এড কোড বসিয়ে দিব যাতে যেই ঢুকুক না কেন একবার হলেও তাকে পপ এড এর সম্মুখীন হতে হবে চাইলে আপনি অন্যান্য এড বসিয়ে নিতে পারেন বাড়তি সুবিধা নিতে।এর এতে আপনার লাভ হবে কোন কাজ না করে কিছু বাড়তি ইনকাম জমা হতে থাকবে তবে নিজের ওয়ান পেজ সাইট শেয়ারের দায়িত্ব কিন্তু আপনার।
 
এখন দেখা নেওয়া যাক ওয়ান পেজ সাইটের সম্পর্কেঃ
এটি এমন একটি সাইট যা একটি পেজ এর মাঝে সীমাবদ্ধ থাকবে যেমন ধরুন  হোম পেজ।
জনপ্রিয় সকল সাইটগুলোর পোষ্ট গুলোর আপডেট আপনার সাইটে দেখাবে যেমন ধরুন মুভি, গেমস, এপ , সফটওয়্যার ইত্যাদি কন্টেন্ট গুলো।
যদি কোন ভিজিটর আপনার সাইটে আসে তবে সে আপডেট গুলোতে ভিজিট করতে পারবে এক্সটারনাল হিসাবে।
আপনার কাজ হবে আপডেট এর মাঝে  যত পারবেন এড বসিয়ে দিবেন যাতে ভিজিটর অন্য লিংক এ যেতে হলে আপনার এড এর স্বীকার হয় এবং আপনার বাড়তি কিছু ইনকাম আসে।
যে সকল ফিচার থাকবেঃ
প্রথমত ফিচার স্লাইডার পোষ্ট বক্স।
২য় ফিচার গ্যালারী পোষ্ট।
৩য় ব্লগ আপডেট স্টাইল অনেকটা ট্রিকিবিডির মোবাইল ভার্সনের মত করা হয়েছে।
৪র্থ ফিচার পোষ্ট বক্স।
তো চলুন শুরু করা যাকঃ
প্রথমে আপনি সাইটের যে জায়গায় ফিচার স্লাইডার পোষ্ট দেখাতে চান সেখানে নিচের কোডটি কপি পেষ্ট করুন।
CODE
 

<script type=”text/javascript” src=”https://feed.mikle.com/js/fw-loader.js” data-fw-param=”75200/”></script>

এবার গ্যালারী স্লাইডার কোড টি কপি পেষ্ট করুন নিচ থেকে।
CODE
 

<div class=”feedgrabbr_widget” id=”fgid_b23dd232ce7303c625c553bbb”></div> <script>if (typeof (fg_widgets) === “undefined”) fg_widgets = new Array(); fg_widgets.push(“fgid_b23dd232ce7303c625c553bbb”);</script> <script src=”https://www.feedgrabbr.com/widget/fgwidget.js”></script>


 

এবার যেখানে অটো আপডেট পোষ্ট  ট্রিকবিডির মত দেখাতে চান সেখানে নিচের কোডটি পেষ্ট করুন।
CODE
 

<script type=”text/javascript” src=”https://feed.mikle.com/js/fw-loader.js” data-fw-param=”75199/”></script> 

আর সবশেষে রইলো ফুটার স্লাইডার কোডটি বসানো তো নিচের থেকে নিয়ে নিন কপি করে।
CODE
 

<script type=”text/javascript” src=”https://feed.mikle.com/js/fw-loader.js” data-fw-param=”75204/”></script> 

এগুলো শুধু বেসিক আপনি চাইলে আপনার ইচ্ছামত মডিফাই করে নিতে পারবেন।আপনার অন্যান্য সুবিধা গুলো এড করতে পারবেন চাইলে আরো অনেক কিছু তবে কি করবেন সেটা আপনার উপর নির্ভর।
আমি একটি মডিফাই করেছি যদি দেখতে চান তবে নিচের লিংক দেখুন।
টিউটোরিয়ালের প্রয়োজনে বানানো ডেমো লিংক
এবার রইলো বিজ্ঞাপন বসানোর পালা আপনি যেকোন এড বসাতে পারেন তবে নতুন রা
Wap4Dollar.com এর পপ কোড বসিয়ে নিতে পারো।
সাইন আপ করতে নিচের লিংক দেখুন।
Wap4dollar – রেফারেল সহ
Wap4dollar – রেফারেল ছাড়া
অথবা
Popcash.net – রেফারেল সহ
Popcash.net – রেফারেল ছাড়া

উপরের সাইট টি উল্লেখ করেছি এটা সহজ হবে আপনারা আপনাদের মন মত এড বসিয়ে নিবেন যেখান থেকে খুশী।
পোষ্ট টি যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাবেন কিন্তু।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

No comments

Powered by Blogger.