Header Ads

Wapka-র admin panel এর সমস্যার সমাধান।!!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা wapka use করি তারা কিছুদিন যাবৎ একটা সমস্যায় পড়ছি। সমস্যাটা হলো wapka- র a
dmin panel open হয় না। আর admin panel open না হলে site management করব কিভাবে? তাই এটি বর্তমানে একটা বড় সমস্যা।
কিন্তু সমস্যা যখন হচ্ছে সমাধান তো আছেই। তো চলুন আর কথা না বাড়িয়ে সমাধানটা জেনে নি।
প্রথমে Wapka তে log in করুন। তারপর যে site এর admin mode enable করতে চান সেই site এ click করুন। মাঝখানে domain manager বলে একটা option আছে। ওখানে click করুন।

তারপর, Own domain এ click করুন।

Then input your domain name there.

অনেকে জানেন না domain name কি? বা, এটা কীভাবে create করতে হয়। তারা নিচের উপায়গুলো পড়তে পারেন। এতে domain name create করার নিয়ম উল্লেখ আছে।

তারপরও যদি সমস্যা হয় comment করে জানাবেন।
Main Point: Domain add করা হয়ে গেলে site এর admin mode এ যান। একটা blank page আসবে। সেই page এর link এ আপনার wapka site এর নামটা মুছে দিয়ে domain name দিন। অন্য সবকিছু ঠিক থাকবে শুধু site এর নামটা edit করতে হবে। সমস্যা হলে screenshot দেখুন।


Now you are all set…Wapka তে এই সমস্যাটা কিছুদিন থেকে হচ্ছে।
আশা করি positive comment পাব।
ধন্যবাদ সবাইকে। 👍

No comments

Powered by Blogger.