Header Ads

আপনার উইন্ডোজ কম্পিউটার কে সাজিয়ে নিতে চান সবার থেকে আলাদা এবং আকর্ষণীয় পাঁচটি স্টাইলে তবে দেরী কেন দেখে নেওয়া যাক!!!

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন 

আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম 

উইন্ডোজ কম্পিউটার কে সাজাতে কিছু স্টাইলিশ থীম প্যাক এর কালেকশন নিয়ে 

 
 
টিউন তো আরম্ভ করবো তার আগে একটা প্রশ্ন করা যাক।
আপনি কি অ্যাবাকাস এর নাম শুনেছেন হয়তো অনেকেই জানেন যে এটা একটা গণনাকারী যন্ত্র। আর আমরা যে আজ কম্পিউটারে গেমস এবং গ্রাফিক্যাল সহ নানা ধরনের কাজ গুলো করে থাকি সেই কম্পিউটারের আবির্ভাব হয় কিন্তু গণনাকারী যন্ত্র হিসাবে কিন্তু তা আজ শুধু গণনার মধ্যে সীমাবদ্ধ নয়।
 
 
আমাদের নিত্যদিনের অধিকাংশ কাজগুলো কম্পিউটারের মাধ্যমে সমাধান সম্ভব তবে তা ক্ষেত্র বিশেষে।
আমাদের কম্পিউটারে সকল আপডেট মুভি , গেমস , সফটওয়্যার ইত্যাদি থাকে কিন্তু কম্পিউটারে থীম বা স্টাইল কি সেরকম ভাবে আপডেট রাখে সকল ব্যবহারকারীরা। দেখা যায় বেশীরভাগ ব্যবহারকারীরা ডিফল্ট থীম নিয়ে পড়ে রয়েছে।
 
Default Theme
 
তবে আমরা কিন্তু চাইলেই সাজিয়ে নিতে পারি আমাদের উইন্ডোজ কম্পিউটারটিকে নিজের মনের মত রুপ দিতে পারি তবে এর জন্য হয়তো আপনাকে থীম বানাতে হবে অথবা থীম সংগ্রহ করতে হবে। তাই আজকের টিউনে কিছু থীম আপনাদের সাথে শেয়ার করছি।

Mac OS Style:

আমাদের অনেকের পছন্দের তালিকায় রয়েছে এই ম্যাক। তবে আপনি চাইলে আপনার উইন্ডোজ ৭ , ৮.১ , ১০ কে সাজিয়ে নিতে পারবেন ম্যাক স্টাইলে তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে নিচে থেকে Application ফাইলটি আর ইন্সটল করে নিতে হবে।
 
দেখে নেওয়া যাক কিছু  চিত্রঃ
 
 
 
 
 
 
 
যদি আপনি আপনার উইন্ডোজ কম্পিউটারকে ম্যাক স্টাইল দিতে চান তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
চালাতে পারবেন উইন্ডোজ 7,8.1,10 ব্যবহারকারীরা
Download Link 47.5 MB
পাসওয়ার্ড পোষ্টের নিচে থেকে দেখে নিবেন
 
Android Oreo Style
 
Android প্লাটফর্মের সবচেয়ে জনপ্রিয় হলো Oreo তবে কেন আমরা এই ফিচারটি কম্পিউটার থেকে উপভোগ করছিনা। তবে তার আগে এর কিছু চিত্র দেখে নিন যদি পছন্দ হয় তবে নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
 
 
এতে আপনি পাচ্ছেন Rocket Dock Menu , Icon , Theme , Gadget এবং সাথে Oreo স্টাইল তো আছেই।
আপনি যে সকল উইন্ডোজে এই প্যাকটি চালাতে পারবেন।
Windows 7\8.1\10 RS2 & RS3 FALL CREATORS UPDATE 1709 [X86_X64]
 তাহলে ডাউনলোড লিংক নিচে রইলো চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
Download Link 30.2 MB
পাসওয়ার্ড পোষ্টের নিচে থেকে দেখে নিবেন
BattleField Style:
এবার আসি একটি গেমিং স্টাইলিশ থীম প্যাক নিয়ে যার BattleField. গেমস খেলতে তো পছন্দ করি চলুন এবার উইন্ডোজ কম্পিউটার কেও দেওয়া যাক গেমিং স্টাইল। যদি পছন্দ হয় তবে নিচে ডাউনলোড লিংক পাবেন তবে তার আগে কিছু চিত্র দেখে নেওয়া যাক।
 
এতে পাবেন Rocket Dock Menu, Dark Feature, Stylish Icon, Theme, Cursor.
উপভোগ করতে পারবেন শুধু মাত্র 
 Windows 10RS1 [X86_X64]
এর  ব্যবহারকারীরা।
যদি ভালো লেগে থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
Download Link 16.8 MB
পাসওয়ার্ড পোষ্টের নিচে থেকে দেখে নিবেন
Windows 11
 
যদিও উইন্ডোজ ১০ নিয়ে ব্যস্ত আছি তবুও দেখা পাওয়া গেল উইন্ডোজ / জানালা ১১ এর এখন যদি নিচের চিত্র দেখে ভাল লাগে তবেই শুধু ডাউনলোড করে পরখ করে নিতে পারেন।তবে এর কিছু চিত্র দেখে নেওয়া যাক।




 
 
যদি ভালো লাগে তবে ডাউনলোড করে নিতে পারেন তবে জেনে নিন 
Windows 7/10 RS2 & RS3 FALL CREATORS UPDATE 1709 [X86_X64]
ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।
 
Download Link 13.1 MB
পাসওয়ার্ড পোষ্টের নিচে থেকে দেখে নিবেন
 
TransFormers Styles
 
TransFormers মুভিটি আশা করি দেখেছেন এখন সময় হয়েছে উইন্ডোজ কম্পিউটার কে Transformers বানানোর।
ডাউনলোড লিংক তো নিচে পাবেন তবে এর আগে কিছু চিত্র দেখে নেওয়া যাক।





এতেও আছে RocketDock, Dark Theme, Icon, Bootimg, Gadget.
ডাউনলোড করার আগে জেনে নিন
Windows 7\8.1\10 RS2 & RS3 FALL CREATORS UPDATE 1709 [X86_X64]
ব্যবহার কারীর জন্য।
 
Download Link 46.7 MB
সবগুলো ফাইলের পাসওয়ার্ড হলো 
www.cyberdl.ga
 
 
শতর্কতাঃ উইন্ডোজ ইন্সটল কিভাবে দিতে হয় এ সম্বন্ধে না জানা থাকলে পোষ্ট টি এরিয়ে যাওয়া ভালো হবে আপনার জন্য। কারন অনেক সময় প্যাকগুলো ব্যাক আপ এবং রিস্টোর করা ছাড়া রিমুভ করে দিলে উইন্ডোজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এন্টিভাইরাস এটিকে ম্যালওয়্যার হিসাবে দেখাতে পারে। তাছাড়াও যদি কোন সমস্যা হয় তবে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার মত প্রাথমিক জ্ঞান যদি থাকে তবে আপনি ব্যবহার করুন আর সবশেষে আমি প্রত্যেকটি প্যাক এর পাশে কোন উইন্ডোজে চলবে তা উল্লেখ করেছি তাই উলটাপালটা কিছু করলে তার জন্য কিন্তু আমি দায়ী নই। 
তাই সবকিছু নিজ দায়িত্বে করুন ধন্যবাদ।

No comments

Powered by Blogger.